চলুন জেনে নেই ইসিপি সম্পর্কে
ইইসিপি-বা এনহানসড একসটারনাল কাউন্টার পালসেশন বা ইইসিপি হার্ট থেরাপী সিষ্টেম হৃদরোগ চিকিৎসায় একটি যুগান্তকারী নবতর সংযােজন।একথা সবার জানা যে হার্টের রক্তনালী ব্লক হবার পরে হার্টে ব্যথা শুরু হয় এবং হাটের কোনাে একটি রক্তনালী শতভাগ বন্ধ হয়ে গেলে রােগীর হার্ট এ্যাটাক হয় অর্থাৎ হাটের ঐ রক্তনালী দিয়ে হাটের যে অংশটা রক্ত সরবরাহ পেত তা ৬ ঘন্টার মধ্যেই ধীরে ধীরে অকার্যকর হয়ে পড়ে বা ‘ড্যামেজ হয়ে যায়। ফলশ্রুতিতে তাৎক্ষণিক ভাবে শতকরা ১০-১৫% লােকের মৃত্যুর সম্ভবনা থেকে যায়। সুতরাং এ্যানজিওগ্রাম পরীক্ষার মাধ্যমে হার্টের রক্তনালীর যথেষ্ট পরিমাণ ব্লক হয়েছে জানার পর বুক ব্যথা (এনজাইনা), শ্বাসকষ্ট (হার্ট ফেইলিওর)ও পরবর্তী এ্যটাক প্রতিরােধের জন্য অবশ্যই ঐ রক্তনালীর ব্লক অপসারণের জন্য বাইপাস সার্জারী (অপারেশনের মাধ্যমে হার্টের রক্তনালী জোড়া দেওয়া) বেলুনিং পদ্ধতির মাধ্যমে রক্তনালীতে ষ্টেন্ট বা রিং লাগাতে হয়। যে সব রােগী উপরের উক্ত দুই পদ্ধতির অপারেশনের জন্য উপযুক্ত নয় অথবা যারা এই অপারেশনের জটিলতায় যেতে চান না অথবা যারা একবার অপরেশন বা রিং লাগিয়ে ফেলেছেন এবং পরবর্তিতে আবারাে রক্তনালীর ব্লক জনিত কারণেশ্বাসকষ্ট বা বুক ব্যাথায় ভুগছেন এবং পরবর্তি এ্যাটাকের আশংকায় আছেন তাদের জন্য ইইসিপি হাট থেরাপী সিষ্টেম একটি অনন্য বিকল্প
আন্তর্জাতিক ভাবে অনুমােদিত ব্যথা ও পার্শ্বপ্রতিক্রিয়া বিহীন হৃদরােগচিকিৎসা। এই চিকিৎসার মাধ্যমে হার্টের যে রক্তনালী ব্লক হয়েছে তার আশে-পাশে বিকল্প রক্তনালী (Collateral circulation) কার্যক্রম শুরু করে। ফলে বন্ধ হয়ে যাওয়া রক্তনালীর দূরবর্তী অংশে সহজেইরক্ত পৌছে যায়। যা ওপেন হার্ট সার্জারীর মাধ্যমে করা হয়।হৃদরোগ বিশেষজ্ঞঅধ্যাপক ডা. এম এ বাকীচীফ কার্ডিওলজিস্টজাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল, ঢাকাবিস্তারিত জানতে কল করুণঃ ০১৯৭৯-২৪১৭৩৬.